নিউ এরা সফটওয়্যারস ২০০৬ সনে প্রতিষ্ঠিত হয়। নিউ এরা সফটওয়্যারস জন্ম লগ্ন থেকেই কম্যুনিকেশন , অটোমেশন, সিকিউরিটি সিস্টেম ডেভেলপমেন্টের কাজ সফলতার সাথে করে আসছে। নিউ এরা সফটওয়্যারস বাংলাদেশ আর্মি, বাংলাদেশ ডিজেল প্লান্ট , ন্যশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোজেক্ট , লিজ ফ্যাশনের মতো প্রতিষ্ঠানের সাথে সফলতার সাথে কাজ করেছে। সাম্প্রতিক কালে নিউ এরা সফটওয়্যারস একটি পুর্নাঙ্গ থ্রি ডি কার্টুন চিত্র নির্মান করেছে , যা বাংলাদেশে ব্যতিক্রম উদাহরন প্রতিষ্ঠা করেছে। এছাড়াও মাত্র ৮০০ টাকায় প্রোগ্রমিং কম্পিউটার তৈরি করে, যা বর্তমানে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। নিউ এরা সফটওয়্যারস বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (BASIS) এর সদস্য।